ইস্টার্নে ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম অনুষ্ঠিত
রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসেস এন্ড ইন্টারন্যাশনাল অফিসের উদ্যোগে দু’দিন ব্যাপি “ক্যারিয়ার সাকসেস প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ের ১০৫ জন শিক্ষার্থী এই ওয়ার্কসপে অংশ গ্রহন করে।
ওয়ার্কসপে রিসোর্স পার্সনস হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুর রব, উপাচার্য়, ইস্টার্ন ইউনিভার্সিটি; প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, উপ উপাচার্য়, ইস্টার্ন ইউনিভার্সিটি ; জনাব আহমেদ বারী, ভাইস প্রেসিডেন্ট এন্ড ডিন ওয়ার্ক প্লেস সিক্লস ডেভেলপমেন্ট, নিউজিল্যান্ড, জনাব জি সামদানী ডন, চীফ ইন্সপিরেশনাল অফিসার অব ডন সামদানী ফেসিলিটেইশন এন্ড কনসাল্টেন্সি, জনাব নিয়াজ আহমেদ, সিইও কর্পোরেট আস্ক বাংলাদেশ, জনাব মিনারুল ইসলাম, পিপল পারফরম্যান্স ম্যানেজার অব অগমেটিকস, জনাব ওলি আহাদ ঠাকুর, সহকারি অধ্যাপক, ইস্টার্ন ইউনিভার্সিটি, জনাব হাবিব আনোয়ার পাশা, সহকারি অধ্যাপক, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং জনাব জামাল উদ্দিন জামি, ডেপুটি ডিরেক্টর, ক্যারিয়ার সার্ভিসেস এন্ড ইন্টারন্যাশনাল অফিস।
বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা এবং প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লান, আই ক্যাচিং সিভি তৈরী, কভার লেটার তৈরী, জব পোর্টাল, ইমেইল বা হার্ড কপিতে চাকুরির আবেদন করার সঠিক পদ্ধতি, কনফিডেন্স সহকারে ইন্টারভিউ দেবার কৌশল নির্ধারন, মক ইন্টারভউ এবং কিভাবে জব সার্চ করতে হয় সকল বিষয় নিয়ে আলোচনা করেন।##