রুয়েটে দু’দিন ব্যাপী মেক্যা ফেস্ট উদ্বোধন
রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, শিক্ষাই রাজশাহীর প্রাণ, তাই রাজশাহীকে উন্নত শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এরজন্য সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন তিনি।আজ মঙ্গলবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ জাঁকজমকভাবে দু’দিন ব্যাপী ‘মেক্যা ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল বর্ণাঢ্য র্যালী এবং বেলুন ও কবুতর উড়ানোর মধ্যে দিয়ে আড়ম্বরপূর্ণভাবে এই ফেস্টের উদ্বোধন করেন সাংসদ ফজলে হোসেন বাদশা। পরে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।
যন্ত্রকৌশল বিভাগের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দু’দিন ব্যাপী এই ফেস্টে অনুষ্ঠিত হচ্ছে ক্যারিয়ার টক, প্রজেক্ট প্রেজেন্টশন, জব ফেয়ার, আইডিয়া কনন্টেস, মেক্যানিক্স অল্পিয়াড, প্রজেক্ট শো, ডিজাইন সেমিনার সহ নানা ইন্টারএ্যাকটিভ ইভেন্ট। এই ফেস্টের ইভেন্টগুলো রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আগামীকাল বুধবার বিকেলে এই ফেস্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।