ব্রিটিশ কাউন্সিলের সেবা সপ্তাহ শুরু

173751‘ইউ স্পিক, উই লিসেন’—এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা সপ্তাহ শুরু করল ব্রিটিশ কাউন্সিল। সোমবার থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে সেবা সপ্তাহ উপলক্ষে থাকছে নানা আয়োজন।

সোমবার গ্রাহক সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক জিম স্কার্থ এবং পরীক্ষা পরিচালক দীপ অধিকারী এ সময় উপস্থিত ছিলেন। ব্রিটিশ কাউন্সিল বলছে, গ্রাহক সেবা সপ্তাহ একটি আন্তর্জাতিক আয়োজন।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ব্রিটিশ কাউন্সিল এ সপ্তাহ পালন করে থাকে। চলতি বছর ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিটি ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এই সপ্তাহ পালন করা হচ্ছে। সরকারি বিভিন্ন সংস্থাসহ অর্থনৈতিক, স্বাস্থ্যসেবা, বীমা, নির্মাতা, রিটেইলিং, হসপিটালিটি, যোগাযোগ, নন-প্রফিট এবং শিক্ষাপ্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশ নিচ্ছে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট