বিশ্ব শিক্ষক দিবস পালনে জাতীয় উদযাপন কমিটির কর্মসূচী
‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’ এ মূল প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ পালন উপলক্ষে জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে ৫ অক্টোবর সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকসংগঠনসমূহ, ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ, শিক্ষা উন্নয়নে নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এক র্যালিতে অংশ নেবেন।
এরপর সকাল ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য রাখবেন ‘শিক্ষকদের শিক্ষক’ অধ্যাপক রেহমান সোবহান, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের সহসভাপতি রাশেদা কে. চৌধুরী, ইউনেস্কো প্রতিনিধি বিয়াট্রিস কালডুন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে গুণী শিক্ষকদের সম্মাননা জানানো হবে।