পদার্থ বিজ্ঞানে ৩ ব্রিটিশ বিজ্ঞানীর নোবেল লাভ

যুক্তরাজ্যের তিন বিজ্ঞানী পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন । মঙ্গলবার (০৪ অক্টোবর) রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করেছে। এই তিন বিজ্ঞানী হচ্ছেন, ডেভিড জে থৌলেস, এফ ডানকান এম হ্যালডেন ও জে মাইকেল কোস্টারলিৎজ। পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নিতে হবে এই তিন বিজ্ঞানীকে। এর এক ভাগ পাবেন ডেভিড জে থৌলেস আর বাকী অর্ধেক হ্যালডেন ও কোস্টারলিৎজকে ভাগাভাগি করে নিতে হবে।

Post MIddle

নোবেল কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বছরের বিজয়ীরা এক অজানা জগতের দুয়ার উন্মোচন করেছেন, যেখানে পদার্থ বিচিত্র অবস্থায় রুপান্তরিত হয়। এই গবেষণায় তারা উচ্চতর গাণিতিক পদ্ধতি ব‌্যবহার করে সুপার কন্ডাক্টর, সুপার ফ্লুইড ও পাতলা ম‌্যাগনেটিক ফিল্মের মতো বস্তুর অস্বাভাবিক আচরণ বুঝতে চেষ্টা করেছেন। তাদের এই অগ্রণী কাজের জন্য ধন্যবাদ, যার মাধ্যমে এখন বস্তুর নতুন ও ভিন্ন আঙ্গিক খোঁজা হচ্ছে। বস্তুগত বিজ্ঞান ও ইলেকট্রনিক্সের নতুন প্রয়োগের ক্ষেত্রে এখন অনেকেই আশাবাদী।##

পছন্দের আরো পোস্ট