জাবিতে ১ম বর্ষে অনলাইন ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার (৪ অক্টোবর) ১০টায় বিশ্ববিদ্যালয় কাউন্সিল কক্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কলা ও মানবীকি অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক কে এম আককাছ আলী, সহযোগী অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট