চুয়েটে আইইইই ডে ২০১৬ উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় আইইইই (The Institute of Electrical and Electronics) ডে-২০১৬ মঙ্গলবার  (০৪ অক্টোবর) উদযাপিত হয়েছে। আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ চুয়েট-এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, টেকনিক্যাল সেশন, আইডিয়া কম্পিটিশন, পুরষ্কারবিতরণী প্রভৃতি।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আইইইই বিশ্বের অন্যতম প্রধান প্রফেশনাল প্লাটফরম। এটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশে বিস্তৃত। এ ফোরামের মাধ্যমে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস সংশ্লিষ্ট প্রকৌশলীগণ তথ্য-উপাত্ত, অভিজ্ঞতা, গবেষণা বিনিময়ের মাধ্যমে উপকৃত হচ্ছেন। চুয়েটে এর সার্বিক কার্যক্রমকে আমি স্বাগত জানাই এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও সহকারী অধ্যাপক ড. মো: আজাদ হোসেন প্রমুখ। ##

পছন্দের আরো পোস্ট