উজ্জ্বল হোসেন সায়েমের কবিতা “মানুষ”
মানুষ বলে দিলি পরিচয়
মানুষ হতে পারলি কই?
আমি মানুষ! তুমি মানুষ!
আমার কেহ মানুষ নই।
মানুষ সে তো আজব প্রাণী
এ জগতে মেলা ভার
আমার চেহারায়, তোমার চেহারায়
কোনো মিলই নেই যে তার।
মরার আগেই মরে গেলি
মানুষ কি কভু তাই মরে?
আজ মরলে কাল কে তুই?
ভেবে দেখ না ধ্যান করে।
আজ থেকে তাই হোক পরিচয়
আমরা কেহ মানুষ না
মানুষ যারা মরে না তারা
মরি শুধু আমরা।
মোঃ উজ্জ্বল হোসেন সায়েম
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়