আশুলিয়ায় এইউবি’র স্থায়ী ক্যাম্পাসে ভর্তি মেলা
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ফল সেমিস্টার ২০১৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এডমিশন ফেয়ার এর আয়োজন করে। ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে এ মেলা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে অবস্থিত এইউবি’র সবুজ ক্যাম্পাসে ভর্তিচ্ছু তরুনদের ভীড় লক্ষ্য করা যায়। ৫ দিনব্যাপী এ ভর্তিমেলায় উৎসবের আমেজে শিক্ষার্থীরা এইউবিতে ভর্তি হয়। প্রথম দিনে এ মেলার উদ্বোধন করেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেকসহ ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিরেক্টর এডমিশন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য মেলায় বিভিন্ন বিভাগের স্টল ঘুরে দেখেন এবং ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি ভর্তি নেওয়ার ক্ষেত্রে শুধু সংখ্যার দিকে গুরুত্ব না দিয়ে মানসম্মত শিক্ষার্থী ভর্তির জন্য বিভাগগুলোকে পরামর্শ প্রদান করেন। মেলা শেষ হলেও আরো কিছুদিন ফল সেমিস্টার এর ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এডমিশন ডিরেক্টর প্রফেসর মোঃ ফজলুল হক।