রুয়েটে কাল থেকে শুরু হচ্ছে মেক্যা ফেস্ট

RUETরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ আগামীকাল মঙ্গলবার থেকে জাঁকজমকভাবে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ‘মেক্যা ফেস্ট’।যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত মেক্যা ফেস্ট আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করা হবে মঙ্গলবার সকাল ৯ টায়। রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ ফেস্টের উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।

Post MIddle

যন্ত্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. এমদাদুল হক জানিয়েছেন, দু’দিন ব্যাপী এই ফেস্টে থাকবে ক্যারিয়ার টক, প্রজেক্ট প্রেজেন্টশন, জব ফেয়ার, আইডিয়া কনন্টেস, মেক্যানিক্স অল্পিয়াড, প্রজেক্ট শো, ডিজাইন সেমিনার সহ নানা ইন্টারএ্যাকটিভ ইভেন্ট। এই ফেস্টের ইভেন্টগুলো রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আগামী বুধবার বিকেলে এই ফেস্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।

পছন্দের আরো পোস্ট