বিত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন হুমকির মুখে
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাচীন ও ঐতিহ্যবাহী বিত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের কবলে পড়েছে। হিসনা নদীর তীরবর্তী বিদ্যালয়টি চলতি বর্ষায় ভাঙ্গনের কবলে পড়ায় মূল ভবনসহ সীমানা প্রাচীর বিপুল হুমকির সম্মুখীন ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী ৩১৪ ও শিক্ষক ৭ জন। প্রতিবছরই চার পাঁচ জন শিক্ষার্থী বৃত্তি পায়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে অংশগ্রহণ করে জয়ী হয়েছে।
এ ব্যাপারে বিত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, স্কুলটি ক্ষতিগ্রস্ত হলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চরম হুমকির সম্মুখীন হবে। বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি ।#
আরএইচ