সৈয়দ হকের মরদেহে বেরোবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট জনসংখ্যা বিজ্ঞানী অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।বুধবার মরহুম সৈয়দ শামসুল হকের মরদেহ দাফনের জন্য কুড়িগ্রামে আনা হলে উপাচার্য মরহুমের বিদেহী আত্মার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে তিনি মরহুমের জানাযার নামাজ ও মুনাজাতে অংশ নেন। সকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ সৈয়দ হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন।

Post MIddle

সৈয়দ হকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী গভীর শোক প্রকাশ করে বলেন ‘আমরা শোকহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হবার নয়। সব্যসাচী লেখক হিসেবে দেশ ও জাতিকে যা দিয়েছেন তা পাথেয় হয়ে থাকবে।’ উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি মরহুমের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ##

পছন্দের আরো পোস্ট