সৈয়দ শামসুল হকের কফিনে এনইউ উপাচার্যের শ্রদ্ধা

শহীদ মিনারে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. হারুন-অর রশিদ বলেন, “সৈয়দ শামসুল হক ছিলেন অসাধারণ প্রতিভাবান ও চিন্তা-মনন-কর্মে খাঁটি বাঙালি। তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে তিনি বাংলার সমাজ- সংস্কৃতিকে যে ভাবে সমৃদ্ধ করে গিয়েছেন, তাতে তাঁর কোনোদিন মৃত্যু নেই। বাঙালি শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁর সৃজনশীল কর্মের ‘পায়ের আওয়াজ’ শুনতে পাবে। সৈয়দ শামসুল হক চিরঞ্জীব।” এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, ড. মো. নাছির উদ্দিনসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট