রাবি কৃষি অনুষদ পরিদর্শনে তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদে রুম বন্টনকে কেন্দ্র করে ঘটিত ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের কক্ষ ভাংচুর ও দখলের অপচেষ্টার অভিযোগ আনা হয় অনুষদের এগ্রোনমী ও ফিশারীজ বিভাগের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪৬৭তম সিন্ডিকেট সভায় কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার দুপুরে এই কমিটি সরেজমিনে তদন্তে আসেন।
এই অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি আহবায়ক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তরে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কৃষি অনুষদে গত ২৮ আগষ্ট সংঘঠিত অপ্রীতিকর ঘটনার বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংঘটিত এ অপ্রীতিকর ঘটনা সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদের কোষাধ্যক্ষ অফিসে ৬ অক্টোবর দুপুর ১ ঘটিকার মধ্য নাম তালিকাভুক্তি করার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানতে তদন্ত কমিটির আহবায়ক প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করা দরকার, এই জন্য মূলত আজকে পরিদর্শনে যাওয়া হয়েছিল। তবে আজ কারো বক্তব্য নেওয়া হয়নি, পর্যায়ক্রমে সবার কথা শোনা হবে। তদন্ত কার্যক্রম আজ থেকে নিয়মিত অব্যাহত থাকবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।#
আরএইচ