৩৫তম বিসিএস মনোনীত ৯০শিক্ষার্থীর সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাকসেস ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২৭ সেপ্টেম্বর ২০১৬) মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদের মিলনায়তনে ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ‘রাজা দেখে রাজা হোন’ এই প্রতিপাদ্য নিয়ে ১২০তম মোটিভেশনাল সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো: মোশাররফ হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ৩৫তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নতি নির্ভর করে আমলাতন্ত্রের ওপর। প্রজাতন্ত্রের মূল চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যায় আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের নবীণ সদস্য হিসেবে তোমাদেরকে দেশকে ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে, সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে এবং সর্বোপরি সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবিচল লক্ষ্য নিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাঁর দেশ ও জাতি গড়ার সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।