ইবিতে ১১ মাস পর একাডেমিক কাউন্সিলের সভা
দীর্ঘ ১১ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী সভাপতিত্বে বর্তমান প্রশাসনের প্রথম অনুষ্ঠিত ১০৮তম একাডেমিক কাউন্সিলের সভা সুষ্ঠু,স্বার্থক ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সোম ও মঙ্গলবার দুইদিন একাডেমিক কাউন্সিল সভা ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী একাডেমিক কাউন্সিলের সভায় বলেন, দীর্ঘদিন পরে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হলো, ভবিষ্যতে একাডেমিক কাউন্সিলের মতো গুরত্বপূর্ণ বিষয় সময়মতো নিয়মিত অনুষ্ঠিত হবে। যাতে করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হয়। সভায় শতভাগ সদস্য উপস্থিতি একাডেমিক কাউন্সিলের সভাকে আরো প্রানবন্ত করে তোলে।
সভায় দীর্ঘদিন ঝুলে থাকা ১২০টির মতো একাডেমিক সিদ্ধান্ত অত্যন্ত স্বচ্ছতার সাথে ও উপস্থিত একাডেমিক কাউন্সিলের সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে গৃহিত হয়। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। ##