সৈয়দ শামসুল হকের মৃত্যুতে কুয়েট ভিসির শোক

3564_kuetসব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। শোক বিবৃতিতে কুয়েট ভিসি বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যুতে দেশ একজন বরেণ্য লেখক এবং সৎ, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব হারালো।

Post MIddle

লেখক তাঁর কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্পসহ অসংখ্য সাহিত্যকর্মের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। সৈয়দ শামসুল হকের মৃত্যু এদেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার অভাব কখনও পূরণ হবে না। সৈয়দ শামসুল হক শুধু একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন সত্য, ন্যায় ও আদর্শের প্রতীক। লেখনীর মাধ্যমে কত সহজে মানুষের হৃদয়ে পৌছানো যায় সেই দৃষ্টান্ত সৈয়দ শামসুল হক আমাদের মাঝে স্থাপন করেছেন।

কুয়েট ভাইস-চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।##

পছন্দের আরো পোস্ট