সাদার্নে দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ
সাদার্ন ইউনিভার্সিটির বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের(বিএনসিসি) উদ্যোগে তিন দিনব্যাপী দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় বিচলিত না হয়ে তাংক্ষণিক মোকাবেলায় কিভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্নফুলী রেজিমেন্ট’র কমান্ডার লে.কর্নেল শফিকুর রহমানের অনুপ্রেরণায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কর্মশালার প্রশিক্ষক ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও প্লাটুন কমান্ডার পিইউও আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি ও অগ্নি নির্বাপণ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবছর দুর্যোগের কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। যদি দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রাথমিক প্রস্তুতি জানা থাকতো তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশই কমে যেতো। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অগ্নিকান্ডে প্রতিনিয়ত প্রাণহানীসহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে চলেছে তাই এসব দুর্যোগ মোকাবেলায় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে । প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সচেতনতার মাধ্যমে এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে।
রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশে নতুন নতুন দুর্যোগের আর্বিভাব ঘটছে। ফলে জঙ্গিবাদসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের সদা প্রস্তুত থাকতে হবে।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও প্লাটুন কমান্ডার পিইউও আতিকুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ক্যাডেটসহ ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কর্মশালার প্রশিক্ষক ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা। ##