লেখক শামসুল হকের মৃত্যুতে খুবি উপাচার্যের শোক

khulna U Logoসব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—– রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার তিনি একজন সর্বাগ্রগণ্য কবি ছিলেন। এছাড়াও স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাঁর সৃষ্টিশীল লেখা দেশ ও জাতিকে প্রেরণা যুগিয়ে যাবে।

তিনি তাঁর লেখার মাধ্যমে অমর হয়ে থাকবেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ##

পছন্দের আরো পোস্ট