মানসম্মত প্রাথমিক শিক্ষায় কমিউনিটির ভূমিকা নিয়ে সভা
ঢাকার মিরপুরের ৩নং ওয়ার্ডে সোমবার ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রয়োজন কমিউনিটির কার্যকর ভূমিকা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) পরিচালিত ইউনিক-২ প্রকল্প আয়োজিত এ সভায় থিম পেপার উপস্থাপন করেন ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন।
এতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটির কী কী ভূমিকা রয়েছে, তার সার্বিক চিত্র তুলে ধরেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন মিরপুর থানা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বানু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিক-২ প্রকল্পের মিরপুরের এলাকা ব্যবস্থাপক শাহীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিউলী রানী বিশ্বাস ও আলহাজ লায়ন খায়রুল আলম টন্টু। এতে সভাপতিত্ব করেন আলোর পথে সিএলসি ও প্যারিস শিক্ষা সহায়ক কেন্দ্রের সভাপতি এ এন আলিম আহমেদ। মোঃ রিজওয়ান আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইমরান আলম। সংবাদ বিজ্ঞপ্তি।