“উড়ো চিঠি”
জয়ন্তী,কেমন আছ তুমি?
মনে হয় ভালোই আছো,
ভালোই যাচ্ছে তোমার সময়।
তোমার সাথে আমার বাস্তবিক যোগাযোগ নেই
কিন্তু আমার মন যোগাযোগ রেখেই চলছে।
তুমি এভাবে চলে যাবে-
তা আমার কল্পনার মধ্যেও ছিলোনা।
তোমাকে সতী ভেবেছিলাম কিন্তু
তার প্রতিদান তুমি কি দিলে?
এখনো মাঝরাতে ঘুম ভাঙ্গা কষ্ট
করছে আমায় সর্বদাই লক্ষ্যভ্রষ্ট।
তুমি তো বেশ নতুন করে
সাজালে তোমার পৃথিবী নতুন করে
সব কিছু তোমার চলছেও বেশ।
কিন্তু কি দরকার ছিলো,
এ মিথ্যে খেলার!
মিথ্যেময়ী হওয়ার!
আমার তো কোনো ভুল ছিলো না,
হয়তো আমার ভালোবাসা ছিলো বেশী-
তাই কি হবে এমন পরিনতি!
তুমি সুখি হতে চেয়েছো
সুখে থাকতে চেয়েছো
সে জন্য আশীর্বাদ করি,
প্রকৃতির কাছে প্রার্থনা করি-
সে যেনো কখনো বিরুপ না হয় তোমার প্রতি,
প্রকৃতির কাছে অনুরোধও করবো
সে যেনো তোমাকে ভালোনাবেসে
শুধু করুণা করে,
শুধু এইটুকুর জন্য-
যাতে তুমি বুঝতে পারো,
ভালোবাসা মানুষকে কতটা অসহায় করে তোলে।
তোমার যেখানে জয়
আমার সেখানে অন্ত,
এই মিলে না হয় তুমি হলে পূর্ণাঙ্গ।
তোমার জীবনে-
বসন্ত বিরাজ করুক সারাজীবন ভর,
আমার জীবনে-
বিরাজমান থাকুক কালবৈশাখী ঝড়,
ভালো থেকো।#