সিভাসুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার সকালে “বায়োসেফ্টি এ- বায়োসিকিউরিটি ইন ল্যাবরেটরী ডায়াগনোসিস এ- রিসার্চ” বিষয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ এ- ট্রেনিং সেন্টার (পিআরটিসি)-এর উদ্যোগে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স এ- টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর প্রফেসর ড. খন্দকার নুরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক জসিম, আঞ্চলিক পোল্ট্রি ফার্মের উপ-পরিচালক ডা. মো. নুুরুল আমিন, আইসিডিডিআরবি-এর বায়োসেফ্টি ল্যাবরেটরীর প্রধান ডা. আসাদুল গণি।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। দুইদিনের কর্মশালায় রোগ নিরুপনী ও গবেষণা কর্মের ক্ষেত্রে ঝুঁকি নির্ণয়, বায়োসেফ্টি ও বায়োসিকিউরিটির নীতি ও চর্চা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিভিন্ন রোগ নির্ণয় ও গবেষণা কাজে ল্যাবরেটরী ব্যবহারকারীদের জন্য বায়োসেফ্টি ও বায়োসিকিউরিটি গুরুত্বপূর্ণ। মানুষ ও প্রাণির স্বাস্থ্যগত দিক বিবেচনায় এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গবেষকদের অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়ক হবে। ##

পছন্দের আরো পোস্ট