সংসদে বাংলাদেশ ক্যাডেট কোর বিল-২০১৬ উত্থাপন

sangsodবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে একটি সুনির্দিষ্ট আইনের আওতায় আনার বিধানের প্রস্তাব করে রোববার সংসদে বাংলাদেশ ক্যাডেট কোর বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নামে একটি বাহিনী গঠনের বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে ন্যাশনাল ক্যাডেট কোরের লক্ষ্য, দায়িত্ব ও কর্তব্য, ক্যাডেট অধিদপ্তর গঠন, অধিদপ্তরের কার্যাবলী, মহাপরিচালক নিয়োগ ও তার ক্ষমতা ও কর্তব্য, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ইউনিট গঠন এবং বিলুপ্তিকরণ, কোরের অধীন ডিভিশনসমূহ, ক্যাডেট তালিকাভুক্তি, কমিশন প্রদান, অব্যাহতি প্রদান, শৃংখলা পরিপন্থী ও অপরাধমূলক কার্য এবং ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিধানে উপদেষ্টা কমিটিকে আরও তিনজন সদস্য কো-আপট করার ক্ষমতা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। (বাসস)#

আরএইচ

পছন্দের আরো পোস্ট