ভাঙন

আমি তবে চলেই যাই
কাল আবার আসবো
কালও ফিরিয়ে দিও যদি মন চায়।
আচ্ছা আমি চললাম।

 

ওপার থেকে কোনো শব্দ এলো না
নিশ্বাসের বুকে নিশ্বাস আচড়ের পড়ার
মতো একরাশ ঢেউ বয়ে গেলো ওপারে।
পাড় ভাঙনের কোনো শব্দ এলো না
তবে জলের বুদবুদ জানান দিলো
কতটুকু ভাঙলো।

 

এপারের ভাঙন কি ওপার থেকে দেখা যায়?
ওপার থেকে কি শব্দ শোনা যায়?
জলের বুদবুদ দেখা যায়?

 

ওপারের মানুষগুলো বড় বেশি পাষাণ
ভাঙনের খেলা দেখতে দেখতে
খুব ক্লান্ত ওরা।

 

অনামিকা, আমি আবার এসেছি
শুনতে পাচ্ছো?
দরজায় কড়া নাড়তেই
একটি শিশি গড়িয়ে পড়লো
আজ কোনো ঢেউয়ের শব্দ শোনা গেলো না
জলের বুদবুদ দেখা গেলো না।
শুধু একটি শিশি ভেসে গেলো দূরে, বহুদূরে।

 

………………………………
উজ্জ্বল হোসেন সায়েম
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

পছন্দের আরো পোস্ট