বেরোবিতে এমবিএ প্রফেশনাল কোর্সে ভর্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে সান্ধ্যকালীন এমবিএ (প্রফেশনাল) কোর্সের ফল সেশনে ভর্তি চলছে। উত্তরবঙ্গে ব্যবসায় শিক্ষার প্রসার ও দক্ষ নির্বাহী তৈরির লক্ষ্যে এই কোর্সর চতুর্থ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে গত ২৮ আগস্ট ২০১৬। ব্যাচেলর ডিগ্রীধারীগণ এই কোর্সে ভর্তির জন্য আগামী ৪ অক্টোবর ২০১৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার বিকাল ০৩টা থেকে রাত ০৮টা পর্যন্ত নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন।
আগামী ৭ অক্টোবর ২০১৬, সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদভূক্ত ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রতিটিতে ৫০টি করে মোট ২০০টি সীট বরাদ্দ রয়েছে।
ভর্তি ফর্ম, প্রোস্পেকটস ও ভর্তি তথ্য অনুষদ সেমিনার কক্ষ ( ৩য় তলা, একাডেমিক ভবন ৩, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর) থেকে সংগ্রহ করা যাবে।ভর্তির বিস্তারিত তথ্য ০১৭১৮৮৪০৭১৬, ০১৭২১২১৬৮৮৯ অথবা Website: www.brur.ac.bd এ পাওয়া যাবে।