প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন

sangsodপ্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল ২০১৬ এর ওপর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট রোববার সংসদে উপস্থাপন করা হয়েছে।কমিটির সভাপতি ডা. আফছারুল আমিন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

Post MIddle

গবেষণা ও উচ্চশিক্ষায় সহায়তা তথা বৃত্তি প্রদানের বিধানের প্রস্তাব করে গত ২৪ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান আইনের শিরোনাম, প্রস্তাবনায়, ধারা ২ এবং ধারা ৯ এ সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে শিরোনাম, প্রস্তাবনা ও ৯ ধারায় স্নাতকোত্তর পর্যায়ে উচ্চতর গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিদ্যমান আইনের ধারা ২ এর দফা (ঘ) এরপর পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থ বলবৎ কোন আইনের ধারা বা আইনের অধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় এবং এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয় বলে ঘোষিত কোন ইনস্টিটিউটও এর অন্তর্ভুক্ত হবে শীর্ষক (ঘঘ) দফা সন্নিবেশ করার প্রস্তাব করা হয়। (বাসস)#

আরএইচ

পছন্দের আরো পোস্ট