ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় পাসের হার ১১.৪৩%

Pic. Kha unit resultঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ১১.৪৩%। ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া মোবাইল ফোন থেকে DU KHA <roll no> টাইপ করে ১৬২৩১ নম্বরে এসএমএস সেন্ড করে ফল জানা যাবে।

Post MIddle

সোমবার ( ২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বেগম আকতার কামাল, ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রহমান।

শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তিচ্ছু মোট ৩৪ হাজার  ৬১৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৩,২৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩,৮০০জন উত্তীর্ণ হয়েছে। খ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৩৩৩টি। ##

পছন্দের আরো পোস্ট