গণবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার)। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফরম ও প্রসপেক্টাস ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ফরম সংগ্রহের স্থানেই তা জমা দিতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে।ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি তে পৃথক ভাবে সিজিপিএ ২.৫ থাকতে হবে। গণ বিশ্ববিদ্যালয় বৎসরে দুই বার শিক্ষার্থী ভর্তি করে থাকে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী বলেন, এবার গ্র্যাজুয়েট কোর্সে ১৯ টি বিভাগে এবং মাস্টার্স কোর্সে ১০ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.gonouniversity.edu.bd থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। যোগাযোগ: ০১৯৩৩৮৮১৪৯৩