আইইউটি’তে ওআইসি ডে উদযাপন
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোমলজি (আইইউটি) তে রবিবার (২৫ সেপ্টেম্বর) অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আইইউটি ওআইসি কর্তৃক পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান। তিনি ওআইসি প্রতিষ্ঠার ইতিহাস ও মুসলিম জাতির কল্যাণে এ সংগঠনের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের পরে ওআইসি দ্বিতীয় বৃহত্তম সংগঠন। যা ৩০ টি মুসলিম দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে তিনটি মহাদেশের ৫৭ টি দেশ এ সংগঠনের সদস্য।
অনুষ্ঠানে আইইউটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##