অ’ প্রত্যয়ের মানুষ

Poem অ’ প্রত্যয়ের মানুষ
ওহাব বুলবুল মাসউদ
মানুষ খেকো অমানুষ ওরা
বুকে হিংস্রতা-পাষন্ডতা ভরা,
নিজের বোনকেই ভাবে বোন
নিজের ভাইকেই ভাবে আপন।
নিজের মাকেই ভাবে মা
নিজের বাবাকেই ভাবে বাবা,
নিজের বউকেই ভাবে বউ
আসলে ওদের নাই কেউ।
স্বার্থের তাগিদে করে খুন
স্বার্থই ওদের বড় আপন,
মানুষ খেকো মানুষ ওরা
পায়ে নোংরামির শিকল পরা।
ওরা,
Post MIddle
কুকুরের মত মানুষ মারে
ক্ষুধার্ত মুখের অন্ন কাড়ে,
বস্ত্র হীনের কাপড় ছিড়ে
অসহায় দেখলে আসে তেড়ে।
ওরাতো অ’ প্রত্যয়ের মানুষ
স্বার্থের টানে থাকে না হুশ,
ওরা,
মানবতার চোখ উপড়ে ফেলে
মাথা ঠেকিয়েছে অন্যায়ের কোলে,
ভেঙ্গে ফেলেছে বিবেকের কপাট
চুকে নিয়েছে স্বার্থের পাঠ।
ওদের
ধর্ম নাই, কর্ম নাই
মান নাই, অপমান নাই
স্রষ্টার দোযখের লাকড়ি ওরা
মুখে আভিজাত্যের মুখোশ পরা।
(০৭-০৯-১৫)
পছন্দের আরো পোস্ট