অনুপম রায়ের সঙ্গে স্টামফোর্ডের শিক্ষক বুশরা শাহরিয়ার

Anupom Roy Bushraসম্প্রতি তরুণ কন্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের ‘তোমাকে ভালোবেসে; শিরোনামের গানটির মিউজিক ভিডিও এর শুটিং কোলকাতার ‘প্রয়াগ স্টুডিও’ তে সম্পন্ন হয়েছে।রোমান্টিক ধাঁচের এই গানটির সঙ্গীতায়োজন করেছেন কোলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী অনুপম রায়। মিউজিক ভিডিওটি একটি মিষ্টি প্রেমের গল্পকে অবলম্বন করে চিত্রায়িত করা হয়েছে। যেখানে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও মডেল নীল ভট্টাচার্য ও দ্বীপশ্বেতা মিত্রকে।

কথা ও সুরঃ বুশরা শাহরিয়ার,মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ঋক বসু।সহকারী পরিচালক হিসেবে ছিলেন ঋতর্ষি দত্ত।ক্যামেরা নির্দেশক হিসেবে ছিলেন প্রসেনজিৎ,র্ট ডিরেক্টরঃ শিবাজি পাল।

মিউজিক ভিডিওটি অক্টবারের মাঝামাঝি সময়ে ইউটিউব চ্যানেল সহ কোলকাতা ও বাংলাদেশের বেশ কয়েকটি বিনোদনধর্মী চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

কন্ঠশিল্পী বুশরা শাহরিয়ার বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের শিক্ষক এবং মাছরাঙ্গা টেলিভিশনের খবর পাঠিকা হিসেবে কর্মরত আছেন।

পছন্দের আরো পোস্ট