সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৪৯তম সভা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ৪৯তম ট্রাস্টি বোর্ডের সভা শনিবার ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মামুন সালাম, প্রফেসর মো. কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম এবং ড. ইসরাত জাহান।

সভার সার্বিক কার্যবিবরনী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।

মূল আলোচনায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের অগ্রগতি, আয়-ব্যয়, ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নসহ গত সভার গৃহিত প্রদক্ষেপ ও প্রস্তাবনার কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই|#

আরএইচ

পছন্দের আরো পোস্ট