সাংবাদিকদের সাথে ইবি ভিসির মতবিনিময়
বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। রবিবার বেলা ৩ টায় তার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, জনসংযোগ কর্মকর্তা আমানুর আমান, সাংবাদিক সমিতির সভাপতি মোস্তফা জুবাইর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান নবীন, প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজ সহ উভয় সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের নানা সংকট ও সম্ভাবনা নিয়ে ভিসি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া সেশনজট দূরীকরণ, শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক সময়সীমা বৃদ্ধি, ডিজিটালাইজেশন, সহ বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ, গ্রন্থাগারের আধুনিকায়ন, পরিবহন সুবিধা নিশ্চিতকরণ, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি করা, গবেষণার সুযোগ বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশের পরিচর্যাসহ শিক্ষার্থীদের নানা সমস্যা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকরা প্রশাসনের কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন।##