শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি দলের খুবি পরিদর্শন

khulna U Logoশিক্ষা মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়িত খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের পূর্তকাজ পরিদর্শন করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদের নেতৃত্বে চার সদস্যের এ প্রতিনিধি দলটির অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমে অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মোঃ হেলাল উদ্দিন, প্রধান (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হানজালা উপস্থিত ছিলেন।

Post MIddle

পরে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপাচার্যের দপ্তরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের উপস্থিতিতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

৮৬ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে সংশোধিত এ প্রকল্পের অবকাঠামো উন্নয়নের মধ্যে ছিলো ৩য় একাডেমিক ভবনের উর্ধমুখি সম্প্রসারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নির্মাণ (৪র্থতলা পর্যন্ত), খান বাহাদুর আহছানউল্লা হলের ৪র্থ তলা নির্মাণ, অপরাজিতা হলের উর্ধমুখি সম্প্রসারণ (৩য় ও ৪র্থ তলা), নতুন ছাত্রী হল নির্মাণ (আংশিক), কেন্দ্রিয় লাইব্রেরি ভবনের উর্ধমুখি সম্প্রসারণ, কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ (আংশিক), ফিটনেস সেন্টার নির্মাণ(আংশিক), গেস্ট হাউজ কাম ক্লাব নির্মাণ (আংশিক) । ##

পছন্দের আরো পোস্ট