ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ

জাপানের ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শিজেকি মাসুনাগা রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কাউসার আহাম্মদ, মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরআগে, জাপানের অধ্যাপক ড. শিজেকি মাসুনাগা সমুদ্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে “Sources of Some Persistent Organic Pollutants in Japan” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ এই সেমিনারের আয়োজন করে। ##

পছন্দের আরো পোস্ট