ঢাবিতে এমএসএস ফাইনালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর ইভনিং মাস্টার্স প্রোগ্রামের এক বছর মেয়াদি এমএসএস ফাইনালের ভর্তি পরীক্ষা (২৪ সেপ্টেম্বর ২০১৬) শনিবার বিকেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ভর্তি পরীক্ষায় ১৬০টি আসনের জন্য মোট ২১০জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট