চুয়েটে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রের শোকসভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর যন্ত্রকৌশল বিভাগের লেভেল-১, টার্ম-১ এর ছাত্র (স্টুডেন্ট নং-১৫০৩১০১) মো: তাওকীর তাজাম্মুল সুষ্মিত গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) মো: তাওকীর তাজাম্মুল সুষ্মিত স্মরণে ক্যালো ব্যাজ ধারণ, এক মিনিট নিরবতা পালন, শোক সভা, বিশেষ দোয়া ও মোনাজাত প্রভৃতি কর্মসূচি পালন করেন চুয়েট পরিবারের সদস্যগণ।

এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত শোক সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ চুয়েট পরিবারের বিপুল সদস্য উপস্থিত ছিলেন।শোক সভায় মাননীয় ভাইস চ্যান্সেলরসহ আরো বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব)-অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি.এম.সাদিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক জনাব আমীন মো: মুসা, কর্মচারী সমিতির সভাপতি জনাব মো: জামাল উদ্দীন, ছাত্র-ছাত্রীদের পক্ষে সৈয়দ ইমাম বাকের, মো: হাসিবুল হাসান, মো: ফাহিম শাকিল প্রমুখ।

Post MIddle

এতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ। সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।

মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের আরো একজন মেধাবী ছাত্র সড়ক দুর্ঘটনায় হারালাম। সড়কে অবহেলায় ঝরে গেল আরো এক তাজা প্রান। আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক প্রতিবাদ করে আসছি। কিন্তু প্রতিকার পাচ্ছি না। বর্তমান সরকার যেখানে জান-মাল রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে এ ধরনের একের পর এক দুর্ঘটনা অত্যন্ত অনাকাঙ্খিত ও বেদনাদায়ক। আমরা এ নির্মম ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপকর্ম করতে দু:সাহস না দেখায়।##

পছন্দের আরো পোস্ট