যোগ্যদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের দাবি

মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে মানসম্মত বিশ্বমানের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত ৮ বছরমেয়াদি অবৈতনিক প্রাথমিক শিক্ষা কার্যকরের দাবি জানায় সংগঠনটি।

Post MIddle

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় প্রাথমিক শিক্ষকদের এ সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেশের উন্নয়ন তখনই দৃষ্টিনন্দন হবে, যখন দেশের প্রাথমিক স্তরের শিক্ষার মান, গ্রহণ ও পাঠদানের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।

তিনি বলেন, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি বিভাগীয় উচ্চপদে এসব সহকারী শিক্ষকের মধ্য থেকে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এতে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, আক্কাছ আলী, মনসুর আলী ওয়ান, আইয়ুব উল্লাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।#

পছন্দের আরো পোস্ট