বগুড়ায় স্কাউটসের ক্যাম্প উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলা আয়োজনে শনিবার বেলা ১১ টায় বগুড়া সদর উপজেলা পরিষদের মিলনায়তনে শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস্ যুগ্ম সম্পাদক আজমল হুদা মিঠুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলা সভাপতি শাহানা আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলা সাধারণ সম্পাদক সাফিউল আলম নিটু, জেলা কাব লিডার গোলাম হোসেন, গ্রুপ সভাপতি এমদাদুল হক এমদাদ, কোষাধ্যক্ষ নরেন্দ্র নাথ সরকার, সদস্য আব্দুল মালেক, শাম্মী জাফ্রিনা নাজনীন প্রমুখ।#
আরএইচ