স্ট্যামফোর্ডে তথ্য অধিকার বিষয়ক ওয়ার্কশপ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশরী ক্যাম্পাসে স্ট্যামফোর্ড ইয়েস, টিআইবি’র সহযোগিতায় Right to Information ( তথ্য অধিকার ) নিয়ে ওয়ার্কশপ ও Utility Consumtion এর উপর ক্যাম্পেই্নের আয়োজন করে । বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনটি পরিচালনা করেন স্ট্যামফোর্ড ইয়েস লিডার শান্তনু বিশ্বাস।

Post MIddle

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ালিউল ইসলাম ( চেয়ারম্যান,ইংরেজি বিভাগ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ) । ওয়ার্কশপ পরিচালনা করেন আতিয়া আফরিন ( প্রোগ্রাম ম্যানেজার, টিআইবি )। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইয়েসের উপদেষ্টা জাফর সাদিক ( সহকারী প্রোগ্রাম ম্যানেজার, টিআইবি ) , ফাতিমা তাবাচ্ছুম ম্যাম ( অধ্যক্ষ, ইংরেজী বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি )

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি’র বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে । এ সময় আগামী একবছরের জন্য “স্টামফোর্ড ইয়েস ”  এর লিডার ঘোষনা করা হয় ইংরেজি বিভাগের রাখিল খোন্দকার নিশানকে।##

পছন্দের আরো পোস্ট