প্রধানমন্ত্রী ও জয়কে কুয়েট ভিসির অভিনন্দন

Kuetগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ফর আইসিটি’ পুরস্কার পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এক অভিনন্দন বার্তায় কুয়েট ভিসি বলেন, পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের মানুষের জন্য অনন্য মর্যাদার, সমগ্র দেশের মানুষ আনন্দিত। ডিজিটাল বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের মত একটি দেশের জন্য বিরল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপোযোগী পদক্ষেপ বাংলাদেশকে উন্নয়নের এ পর্যায়ে আনয়ন করতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিন্নদন জানিয়ে আরো বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন সম্মানে সম্মানিত করছে, ফলে আমরা ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষমতা অর্জন করছি।

উল্লেখ্য, নিউইয়র্কের স্থানীয় সময় গত সোমবার রাতে জাতিসংঘের সদর দফতরের কাছে একটি হোটেলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা রবার্ট ডাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সজীব ওয়াজেদ জয়ের হাতে এ পুরস্কার তুলে দেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট