কুয়েট পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সদস্য
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য (পরিকল্পনা আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন) মোঃ আব্দুল মান্নান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক বিভিন্ন উন্নয়ন চিত্র সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আনিছুর রহমান ভুইয়া, নির্বাহী প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ##