মোরেলগঞ্জে শিশু সাংবাদিকতা ও আলোকচিত্র প্রশিক্ষণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে দুই দিন ব্যাপি শিশু সাংবাদিকতা ও আলোকচিত্র প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। বে-সরকারি সংস্থা মোরেলগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এসিলাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত শিশু সাংবাদিকতা ও আলোকচিত্র প্রশিক্ষণের উদ্ধোধন করেন প্রধান শিক্ষক আব্দুস ছালাম হাওলাদার।

দুই দিন ব্যাপি এ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন ও মোরেলগঞ্জ প্রেস ক্লাব সাবেক সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের দিপল বিশ্বাস, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফারুক হোসেন। প্রশিক্ষণে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ শ্রেণীর ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট