মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রজেক্ট সিক্স প্রদর্শনী

metropolitan university sylhetআগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার), সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৩৪ তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ‘Project Six Wor(l)d’ শীর্ষক এক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। ২ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রদর্শনীতে ইংরেজি বিভাগের ৩৪ তম ব্যাচের ২১ জন শিক্ষার্থীর (প্রত্যেকের নির্বাচিত ৬ টি করে) মোট ১২৬ টি ছয় শব্দের গল্প প্রদর্শিত হবে।

‘Project Six Wor(l)d’-এর উদ্দেশ্য হলো নতুন লেখকদের মাইক্রোফিকশন ধারায় গল্প লিখতে উদ্বুদ্ধ করা। বর্তমান সময়ে বিশ্বসাহিত্যে ‘মাইক্রোফিকশন’ বা ‘ফ্ল্যাশফিকশন’ একটি জনপ্রিয় ধারা। এই ধারার বৈশিষ্ট্য হলো যথাসম্ভব কম শব্দ এবং বাক্য ব্যবহার করে গল্প/উপন্যাস লিখা। মাইক্রোফিকশন ধারার একটি অন্যতম শাখা হচ্ছে ‘Six Word Story’ বা ‘ছয় শব্দের গল্প’। এক্ষেত্রে মাত্র ছয়টি শব্দ ব্যবহার করে একটি গল্প লিখতে হয়। বাংলাদেশের সাহিত্যে মাইক্রোফিকশন ধারার চর্চা প্রায় নেই বললেই চলে। তাই নতুন লেখকদের মধ্যে মাইক্রোফিকশন ধারাকে জনপ্রিয় করার জন্য ‘Project Six Wor(l)d’ এর আয়োজন। ‘To create a world with six words’ এই স্লোগান নিয়ে আয়োজিত এই প্রকল্পে প্রদর্শিত প্রতিটি গল্পই মাত্র ছয়টি শব্দে লিখিত।

প্রদর্শনী আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮ম তলায়, রুম ৮০৪-৮০৬ এর করিডোরে। এতে ৩৪ তম ব্যাচের শিক্ষার্থীদের গল্প প্রদর্শনের পাশাপাশি প্রদর্শনীতে ঘুরতে আসা দর্শকদের জন্যে থাকছে তাৎক্ষণিকভাবে ছয় শব্দের গল্প লেখার সুযোগ।

উল্লেখ্য, প্রদর্শনীতে স্থান পাওয়া ছয় শব্দের গল্পগুলির সংকলন একটি ওয়েবজিন আকারে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ওয়েবজিনটির লিংক: http://projectsixw.tumblr.com/ ।

 

পছন্দের আরো পোস্ট