বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে বগুড়ার ডিসি

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শেখেরকোলা ইউনিয়ন পরিষদ, ভান্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয়, ভান্ডার পাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসা, মহিষবাথান কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও মহিষবাথান গ্রাম উন্নয়ন সমিতির একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, সহকারী কমিশনার (ভূমি) অফিসার হাবিবুল হাসান রুমি

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহওনেওয়াজ পারভীন,কৃষি কর্মকর্তা রাহেলা পারভিন, সমবায় কর্মকর্তা কাজী ফাতেমাতুজ জহুরা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, ভান্ডার পাইকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নামুজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, ইউপি সদস্য শহিদুল ইসলাম, এমদাদুল হক, তাজুল ইসলাম রাসেল. প্রধান শিক্ষক কামরুল হাসান পিটার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী শিক্ষক সুলতানা বেগম, তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডা: একেএম আলাউদ্দিন,অধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ গোলাম আকবর, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, আতিকুর রহমান, আব্দুল বারী সহ ইউপি সদস্য/ সদস্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষীকা মন্ডলী। প্রধান অতিথি ভান্ডার পাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সদর উপজেলা নিবাহী কর্মকর্তার (ইউএনও) নিজস্ব তহবিল থেকে স্কুল ড্রেস (জামা) বিতরণ করেন। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট