জাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পুরস্কার পাওয়ায় আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।বৃস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে এক এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্রের এ পুরস্কার প্রাপ্তি দেশ ও জাতির জন্য যেমনি মর্যাদার। ঠিক তেমনি তা সমগ্র তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার। আমরা আশা করি দেশকে ডিজিটাল বিশ্বের উন্নয়নস্মারণীতে নিয়ে যাওয়ার জন্য তার এ কৃতৃত্ব বিরাট ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল, সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে ১৯ সেপ্টেম্বর এই পুরস্কার প্রদান করে।