এবছর সাড়ে ৩ লাখ শিক্ষার্থী নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়

National Logoজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে  ৩ লাখ ৫০ হাজার শিক্ষার্থী অনার্স শ্রেণিতে ভর্তি হতে পারবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

Post MIddle

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। সভায় উপ উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক আইসিটি উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনার হয়।##

পছন্দের আরো পোস্ট