রাবিতে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান বুধবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক অনুষ্ঠানে এসব স্বর্ণপদক প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ এমপি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন-এর সভাপতিত্ব অনুষ্ঠিতব্য এই আয়োজনে এবার ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, ৩ জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ১ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শাম্স-উল ইসলাম।
প্রসঙ্গত স্নাতক ও স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ অনুষদে প্রথম স্থান অর্জনের জন্য অগ্রণী ব্যাংক স্বর্ণপদক; দর্শন বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনের জন্য ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস শেষ বৃত্তিমূলক (নিয়মিত) পরীক্ষায় প্রথম স্থান অর্জনের জন্য ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।#
আরএইচ