বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার মোরেলগঞ্জের আনিছুর রহমান

photo-20.9.16খুলনা বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ এর যাচাই বাছাইয়ে তিনি মোরেলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি,শিক্ষার্থীদের পাশের হার বৃদ্ধিসহ বিভিন্ন পর্যায় ভূমিকা রাখার কারণে তিনি প্রাথমিক পর্যায় বাগেরহাট জেলা ও সর্বশেষ বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হন।

প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ পরিচালক এ,কে,এম গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক স্বারকে (পিপ্রাশিকা/খুবিখু/সাপ্র-ক;/০৪-১২(জাপ্রাশিস)/১২/১১৫৯(১৮),তারিখ-১৮/৯/১৬) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোলের বাসিন্দা মো. আনিছুর রহমান গত ২৪ মার্চ ২য় বারের মত মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।

পছন্দের আরো পোস্ট