খুবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

Khulna 22আজ (২০ সেপ্টেম্বর ২০১৬) মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবন ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সকাল ৯ টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কলা ও মানবিক স্কুলের ইংরেজি ও বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন এবং সমাজ বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা এ তিনটি ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ওয়ার্কশপ অন একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তুমি শুনবে আমি বলবো, তুমি বলবে আমি শুনবো এই যৌথ অংশীদারী শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে আজকের এই কর্মশালা। আমাদের মানবসম্পদ বিশ্ব বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত এবং আন্তর্জাতিক মানের উপযোগী হতে হবে। আর আন্তর্জাতিক র‌্যাংকিং এ টিকতে হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের গুণগতমান বৃদ্ধি করতে হবে। এই গুণগতমান বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন সফলতা মানে কি? টাকার মালিক হওয়া বা শিক্ষিত হওয়া নয়। সফলতা মানে সত্যিকারের একজন ভালো মানুষ হওয়া। আমরা অন্যের উপর নির্ভরশীল না হই। আমি যেন পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করতে পারি। তিনি আরও বলেন তোমরা বড় বড় মনীষী, ব্যক্তির উপন্যাস ও আত্মজীবনী পড়বে যা তোমার জীবনকে পরিবর্তন এনে দেবে। কর্মশালায় আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সাবিহা হক, সমাজ বিজ্ঞান স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার এবং বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম।

অনুষ্ঠানের পরে বিভিন্ন বিষয়ভিত্তিক পেপার উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ইংরেজি ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এ সময় কলা ও মানবিক স্কুলের ইংরেজি ও বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন এবং সমাজ বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট